ডিজিটাল ওজন মাপার যন্ত্রে ক্রেতা-বিক্রেতাদের সঠিক ওজন ও নির্ধারিত মূল্য পরিশোধের পথ প্রশস্ত হয়েছে। বড় দোকান থেকে শুরু করে মাছ, মাংস, মুরগির দোকান, এমনকি ভ্যানগুলোতেও ব্যবহার হচ্ছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র। ডিজিটাল মেশিন ব্যবহারের ফলে ক্রেতাদের সঙ্গে পণ্যের ওজন ও দাম নিয়ে ঝামেলায় পড়তে হয় না। পণ্য মেশিনের ওপর রাখলেই ওজন ও মূল্য একসঙ্গে চলে আসে।
ডিজিটাল এবস ওয়েটস্কেলে রয়েছে এলসিডি ব্যাকলাইট ডিসপ্লে। আপনার যে কোন কাজে ওজন পরিমাপের জন্য এগুলো সহজে বহন করে নিয়ে যেতে পারবেন। হ্যাঙ্গার স্কেল দিয়ে যে কোন বস্তু হুকে ঝুলিয়ে মাপতে পারবেন। এগুলো চালানোর জন্য পেন্সিল ব্যাটারী ব্যবহার করা হয়। চার্জ ফুরিয়ে গেলে চার্জ দিয়ে নিতে হবে।
আমাদের সেবা:-
১) যেকোন স্থানে হোম ডেলিভারিত ব্যবস্থা।
২) দেশের যে কোন স্থানে কুরিয়ারের মাধ্যেমে পন্য সরবরাহ করা হয়।
৩) কুরিয়ার অফিসে টাকা প্রদান করে পন্য নেয়ার ব্যবস্থা।
৪) ২৪ ঘন্টা কাস্টমার কেয়ার সার্ভিস
মা মেশিনারি এন্ড হার্ডওয়ার
মহাজন পট্টি বন্দর বাজার সিলেট৷
মোবাইল - ০১৭৭২৯৫৪৫১৬
0 Reviews:
Post Your Review
Thank you